৭ মে
অবয়ব
<< | মে | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
২০২৪ |
৭ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৭তম (অধিবর্ষে ১২৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৮ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১৮০৮ - স্পেনের জনগণ নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।
- ১৮৩২ - গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা করা হয়।
- ১৯১৫ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা আমেরিকায় "লুসিতানিয়া" জাহাজ ডুবিয়ে দেয়।
- ১৯২৩ - অমৃতরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।
- ১৯২৯ - লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত হয়।
- ১৯৪৫ - মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ১৯৪৮ - জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা।
- ১৯৫৪
- দিয়েন বিয়েন ফু-র পতনের ফলে ভিয়েতনাম ফরাসি শাসন থেকে মুক্ত হয়।
- বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় পাকিস্তান গণপরিষদ।[১]
জন্ম
[সম্পাদনা]- ১৭১১ - ডেভিড হিউম, স্কটিশ অর্থনীতিবিদ, ঐতিহাসিক এবং দার্শনিক। (মৃ. ১৭৭৬)
- ১৮১২ - রবার্ট ব্রাউনিং, ইংরেজ কবি (মৃ.১২/১২/১৮৮৯)।
- ১৮৪০ - পিওতর ইলিচ চাইকভ্স্কি, রাশিয়ান সুরকার ও শিক্ষাবিদ। (মৃ. ১৮৯৩)
- ১৮৬১ -(২৫ শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি সাহিত্যিক (মৃ. ৭/০৮/১৯৪১)।(২২ শে শ্রাবণ,১৩৪৮ বঙ্গাব্দ)
- ১৮৬৭ - ভাদিস্লাভ স্ট্যানিশস্লাভ রেইমন্ট, পোলিশ কথাসাহিত্যিক।
- ১৮৮১ - উইলিয়াম পিয়ার্সন, রবীন্দ্র সাহিত্যের অনুবাদক।(মৃ.১৯২৪)
- ১৮৮৯ - গ্যাব্রিয়েলা মিস্ত্রাল, কবি, কূটনীতিবিদ, শিক্ষাবিদ ও নারীবাদী।
- ১৮৯২ - মার্শাল জোসিপ ব্রজ টিটো, যুগোশ্লাভিয়ার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপ্রধান (মৃ. ১৯৮০)।
- ১৮৯৩ - ফিরোজ খান নুন, পাকিস্তানি রাজনীতিবিদ, পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রী।
- ১৯০১ - গ্যারি কুপার, আমেরিকান অভিনেতা। (মৃ. ১৯৬১)
- ১৯১০ - শান্তিদেব ঘোষ ভারতীয় বাঙালি লেখক কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্র সংগীত বিশারদ।(মৃ.১/১২/১৯৯৯)
- ১৯১৫ - অমিয় বাগচী বাঙালি কবি ও গীতিকার।(মৃ.২৮/০৮/১৯৭৩)
- ১৯১৯ - ইভা পেরন, আর্জেন্টিনার অভিনেত্রী ও ২৫তম ফার্স্ট লেডি। (মৃ. ১৯৫২)
- ১৯৩১ - সিদ্দিকা কবীর, বাংলাদেশী পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ।
- ১৯৩৬ - শিশির কুমার দাশ অগ্রণী বাঙালি কবি,নাট্যকার অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত।(মৃ.৭/০৫/২০০৩)
- ১৯৩৯ - সিডনি অল্টম্যান, কানাডীয়-মার্কিন আণবিক জীববিজ্ঞানী।
- ১৯৪৩ - পিটার কেরি - অস্ট্রেলীয় ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
- ১৯৬৫ - নরম্যান হোয়াইটসাইড, সাবেক উত্তর আয়ারল্যান্ডীয় ফুটবল খেলোয়াড়।
- ১৯৭১ - তোমা পিকেতি, ফরাসি অর্থনীতিবিদ।
- ১৯৮৪ - কেভিন ওয়েন্স, কানাডীয় পেশাদার কুস্তিগির।
মৃত্যু
[সম্পাদনা]- ৮৩৩ - ইবনে হিশাম, বিখ্যাত ও প্রাচীন সীরাত সংকলক।
- ১৮২৫ - আন্তোনিও সালিয়েরি, ইতালীয় ধ্রুপদী সুরকার। (জ. ১৭৫০)
- ১৮৪০ - কাসপার ডাভিড ফ্রিডরিখ, ঊনবিংশ শতকের জার্মানির রোমান্টিক ল্যান্ডস্কেপ চিত্রকর। (জ. ১৭৭৪)
- ১৯০৯ - হের্মান অস্ট্হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।
- ১৯২৪ - আল্লুরি সিতারামারাজু, ভারতীয় বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী। (জ. ১৮৯৭)
- ১৯৪১ - স্যার জেমস ফ্রেজার, স্কটিশ নৃতাত্ত্বিক ও শিক্ষাবিদ (জ. ১৮৫৪)।
- ১৯৫১ - ওয়ার্নার ব্যাক্সটার, মার্কিন অভিনেতা। (জ. ১৮৮৯)
- ১৯৭১ - রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর। (জ.১৫/১১/১৮৯৬)
- ১৯৭৪ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা বাসন্তী দেবী।(জ.১৮৮০)
- ১৯৯৩ - অজিতকৃষ্ণ বসু, সঙ্গীতজ্ঞ ও ব্যঙ্গ সাহিত্যস্রষ্টা। (জ.০৩/০৭/১৯১২)
- ২০০৩ - শিশির কুমার দাশ,অগ্রণী বাঙালি কবি,নাট্যকার অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত। (জ.০৭/০৫/১৯৩৬)
- ২০১৯ - সুবীর নন্দী, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।(জ. ১৯৫৩)
- ২০২২ - পার্থ ঘোষ, ভারতীয় বাঙালি বাচিক শিল্পী তথা আবৃত্তিকার।[২]
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- বিশ্ব হাঁপানি দিবস
- প্রকৌশলী দিবস (বাংলাদেশ)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Rangalal Sen, “Political Elites in Bangladesh” (Dhaka, UPL, 1986)
- ↑ "চলে গেলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ"। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |