[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/বিষয়বস্তুতে চলুন

পটকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পটকা বা মাছের পটকা হল মাছের একটি অভ্যন্তরীণ বাতাসে পরিপূর্ণ (গ্যাস-ভরা) এক ধরনের বেলুন জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ, যা জলের অনেক গভীরেও মাছকে তাদের উচ্ছলতা নিয়ন্ত্রণে এবং শ্বসনে অবদান রাখে। এছাড়াও এটি মাছেদের শক্তি ক্ষয় না করে জলের গভীরে সাঁতারে শরীরের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য প্রদান করে।

একটি স্কারডিনিয়াসের পটকা
একটি ব্ল্যাক এর পটকার অভ্যন্তরীণ অবস্থান S: অগ্রবর্তী, S': পটকার পিছনের অংশ œ: সোফ্যাগাস; l: পটকার বায়ু পথ

মাছের এই অঙ্গটি বিভিন্ন কাজে কাজ করে-

  1. মাছের শ্বাসপ্রশ্বাসে সাহায্য করে।
  2. শব্দ উৎপন্নে সাহায্য করে।
  3. শব্দ গ্রহণে সাহায্য করে।
  4. মাছের ভারসাম্য বজায় রাখতে সাহায্য কর।

ব্যবহার

[সম্পাদনা]

মাছের এই অঙ্গটির বহুবিদ ব্যবহার আছে। মাছের এই অঙ্গটি মদ পরিষ্কার করতে, অইসিন গ্লাস তৈরিতে ব্যবহৃত হয়। বিভিন্ন দেশে এটিকে স্যুপ হিসেবে খাওয়া হয়।

অর্থনৈতিক গুরুত্ব

[সম্পাদনা]

মাছের এই অঙ্গটির অর্থনৈতিক গুরুত্ব অনেক।[] মাছের প্রজাতি, আকার এবং মানের উপর ভিত্তি করে এক কেজি শুকনো পটকার দাম ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ফেলনা পাখনা ও পটকা থেকে আয় কোটি টাকা|115668|Desh Rupantor"www.deshrupantor.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৩ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "মাছের পটকা ও পাখনায় ভর করে আসছে টাকা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]