[go: up one dir, main page]
More Web Proxy on the site http://driver.im/বিষয়বস্তুতে চলুন

pass

উইকিঅভিধান, মুক্ত অভিধান থেকে
আরও দেখুন: Pass, PASS, Paß, এবং pass.

ইংরেজি

[সম্পাদনা]

উচ্চারণ

[সম্পাদনা]

বিশেষ্য

[সম্পাদনা]

pass (plural passes)

  1. পাস, গিরিপথ, ছাড়পত্র, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, সঙ্কটাবস্থা, গিরিদ্বার, বিনামূল্যের টিকিট, সঙ্কীর্র্ণ পথ

ক্রিয়া

[সম্পাদনা]

pass (third-person singular simple present passes, বর্তমান কৃদন্ত পদ passing, simple past and past participle passed)

  1. উপেক্ষা করা, সহ্য করা, ঘটা, অতিক্রম করা, অগ্রসর হওয়া, অতিবাহিত হওয়া, অতিবাহিত করা, অতিক্রান্ত হওয়া, জ্ঞাপিত হওয়া, চালিত হওয়া, চলাচল করা, চালু হওয়া, গৃহীত হওয়া, মঁজুর হওয়া, স্বীকৃত হওয়া, আখ্যাত হওয়া, পরিচিত হওয়া, অদৃশ্য হওয়া, ঘুচা, গলা, শেষ হওয়া, মিলাইয়া যাওয়া, মারা যাওয়া, বিচার করা, উচ্চারিত হওয়া, উচ্চারণ করা, প্রদত্ত হওয়া, ডাক না দেওয়া, পাস দেওয়া, পরিবর্তিত হওয়া, অতিক্রম হওয়া, উত্তীর্ণ হইয়া যাওয়া, উতরাইয়া যাওয়া, অতিপাত করা, পার হইয়া যাওয়া, অতিবাহন করা, মালিকানা বদল হওয়া, রুপান্তরিত হওয়া, অবস্থান্তরিত হওয়া, যাপিত হওয়া, নিজের পথ করিয়া লত্তয়া, উপেক্ষিত হওয়া, ভিতর দিয়া আসা, ভিতর দিয়া নেওয়া, মঁজুর করা, স্থানান্তরে যাওয়া, স্বীকার করা, আসিতে দেওয়া, ঢুকিতে দেওয়া, চলাচল করান, বিধিবদ্ধ করা, বিধিবদ্ধ হওয়া, নির্গত করা, গুজরান, বাদ দেওয়া, টালা, ছাড়াইয়া যাওয়া, ক্ষেপণ করা, ছাপাইয়া যাওয়া, জারি করা, হাতে তুলিয়া দেওয়া